সাংবাদিক নেতা কে হুমকির প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নিন্দা ও ক্ষোভ

প্রকাশ: ২০১৬-০৫-২৩ ১৮:১৯:৪১


 

কুবিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) সভাপতি রাসেল মাহমুদকে ক্যাম্পাস ছাড়া করার হুমকির প্রতিবাদ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়াও ‘বঙ্গবন্ধু পরিষদ’, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার কুবিসাস সভাপতিকে হুমকির খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিবৃতি জানায়। প্রথমেই বিবৃতি দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। এরপরই প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাককানইবিসাস)। পর্যায়ক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস), ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

কুবিসাস সভাপতিকে হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে এসব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলেন, সাংবাদিককে হুমকি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, বিভিন্ন সময় সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু বিচারহীনতার সংস্কৃতির জন্যই অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়। এভাবে চলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। তাই এসব অপরাধীর বিচার হওয়া প্রয়োজন। এসব ঘটনার বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম মাজেদ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘কুবিসাসের সম্মানিত সভাপতি রাসেল মাহমুদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে।  আর তা না হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সুষ্ঠু বিচারের জন্য মাঠে নামতে বাধ্য হবে…।’

এছাড়াও নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যায়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’, নাট্য সংগঠন ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র’সহ সাংস্কৃতিক সংগঠনগুলো।

সানবিডি/ঢাকা/আহো