মার্কিন জেল ভেঙে পলাতক অনিল কপূর!

প্রকাশ: ২০১৬-০৫-২৪ ১৮:৫৪:৪৪


image (1)ফিল্মের দৃশ্যে নয়। মার্কিন জেল থেকে পালানোর ঘটনায় নাম জড়াল বলিউড অভিনেতা অনিল কপূরের।

ব্যাপারটা কী! ঠিক কি করেছিলেন তিনি? কবে ছিলেন মার্কিন জেলে? কবেই বা পালালেন সেখান থেকে? এই খবর চমকে দিয়েছে বলি দুনিয়াকে।

কী বলছেন অভিনেতা?

এই খবরে বেশ খুশিই হয়েছেন অনিল কপূর! মানে কী!

ব্যাপার আর কিছুই নয়, একটি জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘প্রিজন ব্রেক’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অনিল কপূরকে বেছেছে প্রডাকশন গ্রুপ। এর আগেও আর একটি মার্কিন টিভি সিরিজ ‘২৪’-এ কাজ করেছেন এই বলিউড স্টার। এখন তিনি ‘২৪’-এর হিন্দি টিভি সিরিজের দ্বিতীয় সেশনের শুটিংয়ে ব্যস্ত। বললেন, ‘‘এটা আমার সবচেয়ে প্রিয় একটা শো। এই সুযোগে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত।’’