পুকুরে ডুবে জাবি ছাত্রের মৃত্যু

প্রকাশ: ২০১৬-০৫-২৪ ১৯:৫৬:১৩


zisan Jamilপানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জামিলুর রহমান জিসান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পুকুরে ওই শিক্ষার্থী ডুবে যান বলে ওই শিক্ষার্থীর বন্ধুদের সূত্রে জানা যায়।

এক ঘন্টা পর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজে পাঠায়। এনাম মেডিক্যাল কলেজের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের কাযর্করী সদস্য ছিলেন বলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সূত্রে জানা যায়।

সানবিডি/ঢাকা/শামীম/আহো