গাইবান্ধায় জুতা ব্যবসায়ীকে কুপিয়ে খুন
প্রকাশ: ২০১৬-০৫-২৫ ১০:৩৫:১৩
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে চোরের ধারালো অস্ত্রের আঘাতে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র পাল খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর ৬টার দিকে মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর বাজারে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর বাজারের জুতার ব্যবসায়ী দেবেশ চন্দ্র পাল। আজ সকাল ৬টার দিকে তিনি বাড়ি থেকে দোকান খুলতে বাজারে আসেন। এ সময় ওই এলাকার বিনোদ চন্দ্র নামের এক মাদকাসক্ত যুবক তার দোকান থেকে জুতা চুরি করে নিয়ে যেতে থাকে। বিষয়টি টের পেয়ে দোকানদার দেবেশ পাল চুরি করা জুতাসহ চোরকে আটক করেন।
এ সময় জুতা চোরের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মাথার ডান দিকের ঘারে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবেশ চন্দ্র পালের। পরে আশপাশের লোকজন এসে ঘাতক বিনোদ চন্দ্রকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
সানবিডি/ঢাকা/এসএস