এবার গোয়েন্দা কর্মকর্তাকে কোপাল দুর্বৃত্তরা

প্রকাশ: ২০১৬-০৫-২৬ ১২:৫৭:৪৬


bloody-knife-in-a-handঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়াপুরে এক গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী উপপরিদর্শককে (এএসআই) কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রাতেই ওই কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মতিউর রহমান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয়ে কর্মরত।

ঢামেকের পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় এএসআই মতিউর রহমানকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আহত গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে সিদ্দিকুর রহমান জানান, মতিউর রহমানের গ্রামের বাড়ি রাজবাড়ী থেকে ছুটি শেষে কর্মস্থল ঢাকায় যোগদানের উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা দিয়েছিলেন।

আনুমানিক রাত ১টার দিকে সাভারের বলিয়াপুর এলাকা ছেড়ে একটু সামনে যেতেই কয়েক দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে এলোপাথারি কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।

সাভার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বাংলামেইলকে বলেছেন, ‘বিষয়টি আমরা শুনেছি। আহত মতিউর রহমানের খোঁজখবর নেয়া হয়েছে। এ ছাড়া ছিনতাইকারীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চলোনো হচ্ছে।’

আহত মতিউর রহমান কিছুটা সুস্থ হলে তার অভিযোগের ভিত্তিতে লিখিত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সানবিডি/ঢাকা/এসএস