কোন শিল্প প্রতিষ্ঠান কাঙ্খিত মানের বাইরে থাকবে না: শিল্পমন্ত্রী

আপডেট: ২০১৬-০৫-২৬ ১৮:৪২:২১


BSTI Picদেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানে মান সম্পন্ন পণ্য উৎপাদনের উপর জোর দিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এম,পি বলেছেন, আন্তর্জাতিক বাণিজ্যে দেশিয় পণ্যের অবস্থান ক্রমেই সুসংহত হচ্ছে। দেশের একটি শিল্প প্রতিষ্ঠানও যাতে কাক্সিক্ষত মানের বাইরে না থাকে, সেটি নিশ্চিত করতে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখতে হবে।

বৃহস্পতিবার “বিশ্ব মেট্রোলজি দিবস-২০১৬” উদযাপন উপলক্ষ্যে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) তেঁজগাওস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতিশীল বিশ্বে উদ্ভাবিত নতুন নতুন মান ও প্যারামিটার বাংলাদেশে কার্যকর করার লক্ষ্যে বিএসটিআইকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

ÒMeasurement in a dynamic world বা “প্রগতিশীল বিশ্বে পরিমাপ”-এই স্লোগানকে সামনে রেখে বিএসটিআই আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম.পি, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এনডিসি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই মহাপরিচালক ইকরামুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র মেট্রোলজি উইং এর পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আলতাব হোসেন।

শিল্পমন্ত্রী বলেন, জাতীয় মান নির্ধারণী সংস্থা বিএসটিআই এর আধুনিকায়ণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করেছি। পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের জন্য বিএসটিআই’তে ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি (ঘগখ) স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে এর কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া, বিএসটিআই ২৭টি পণ্যের ১৬১টি প্যারামিটার ভারতের ন্যাশনাল এ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং এন্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ (এনএবিএল) থেকে এ্যাক্রেডিটেশন অর্জন করেছে। জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআইকে আরো কার্যকর ও গতিশীল হতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত বিএসটিআই’র ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিতে মাল্টিন্যাশনাল কোম্পানি, ঔষধ কোম্পানি, গার্মেন্টস, টেক্সটাইল, ল্যাবরেটরি এবং উচ্চতর শিক্ষাদানে নিয়োজিত প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিএসটিআই এর ঘগখ থেকে ক্যালিব্রেশন করা হচ্ছে। পরিমাপ এবং মান উভয় বিষয়ে বিএসটিআইকে তার উপর অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। রপ্তানি রাড়াতে বিএসটিআই’র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সিনিয়র সচিব বলেন, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো নির্মাণ, সেবাখাতসহ সকল ক্ষেত্রে পরিমাপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যে কোন পণ্য উৎপাদন কিংবা সেবা প্রদানের ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা জরুরি। এর ব্যত্যয় হলে তা ভোক্তা সাধারণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই পরিমাপের সকল ক্ষেত্রে আন্তর্জাতিক প্যারামিটার ব্যবহার করতে হবে।

বিএসটিআই’র বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এবং আন্তর্জাতিক অর্জনের কথা তুলে ধরে সংস্থাটির মহাপরিচালক ইকরামুল হক বলেন, বিএসটিআই’র কয়েকটি ল্যাবরেটরি, প্রোডাক্টস সার্টিফিকেশন সিস্টেম এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন এ্যাক্রেডিটেশন তথা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে বিএসটিআইর ন্যাশনাল মেট্রোলজি ল্যবরেটরির ৬টি ল্যাব নরওয়েজিয়ান এ্যাক্রেডিটেশন এবং বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড থেকে এ্যাক্রেডিটেশন অর্জন করেছে। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে রপ্তানি বাণিজ্যে বাঁধা অপসারণে এ্যাক্রেডিটেড ল্যাবরেটরিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সানবিডি/ঢাকা/এসএস