বাংলাদেশে আসবেন না হিথ স্ট্রিক!

প্রকাশ: ২০১৬-০৫-২৬ ২০:২৮:০৩


Heath-Streak20160526141115বাংলাদেশে সত্যি সত্যি আর আসছেন না হিথ স্ট্রিক। বাংলাদেশের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পাকা-পোক্ত করে ফেলেছেন তিনি। বিসিবিকেও তার সেই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন দ্রুত। বাংলাদেশের ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের কাছেই নিজের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান হিথ স্ট্রিক।

ডেইলি স্টারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় হিথ স্ট্রিকের সঙ্গে। সেখানে তিনি লেখেন, `বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আমার যে চুক্তি রয়েছে, সেই চুুক্তির মেয়াদ শেষে আর এই পদে থাকছি না। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে, ২০১৪ সালে সুযোগ দেয়ার জন্য বিসিবির প্রতি আমি সব কৃতজ্ঞ থাকবো।`

বাংলাদেশে এসে কাজ করতে পেরে নিজেকে ধন্যও মনে করছেন হিথ স্ট্রিক। তিনি লেখেন, `বাংলাদেশে কাজ করাটা ছিল আমার জন্য খুবই আনন্দময় একটি সময়। তবে সব সময়ই আমি খুব কাছ থেকে বাংলাদেশের উন্নতি পর্যবেক্ষণ করবো। আমি আমার নিজের এবং পরিবারের জন্য এই সময়টাকেই নতুন সিদ্ধান্তটি নেয়ার জন্য উপর্যুক্ত মনে করেছি। বিশেষ করে আমার কোচিং ক্যারিয়ারকে এগিয়ে নেয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে।`

বাংলাদেশের গত দেড়-দুই বছরের সাফল্যের মূলে নেপথ্যের কারিগর হিসেবে কাজ করেছেন যে ক`জন, তাদের মধ্যে অন্যতম জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। স্পিনারদের স্তুপ থেকে এক ঝাঁক পেসার বের করে আনার কৃতিত্ব কিন্তু অনেকটা তারই। ২০১৪ সালে ২ বছর মেয়াদে বিসিবির সঙ্গে চুক্তি করেন এই জিম্বাবুইয়ান। যার মেয়াদ শেষ হবে এই জুনেই।

বিসিবির ইচ্ছা, তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত যেন থাকেন তিনি- এ লক্ষ্যে হিথ স্ট্রিকের সঙ্গে প্রাথমিক আলাপও করেছিল বিসিবি। তাতে সাড়াও দিয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের কোন অ্যাসাইনমেন্ট না থাকায় এ সময়ে আইপিএলে গুজরাট লায়ন্সের কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি।

ভারতে আইপিএলে কাজ করতে গিয়েই বিগড়ে গেলেন হিথ স্ট্রিক। বিসিসিআই`র অধীন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) পেস বোলিং কোচ হিসেবে চাকরির প্রস্তাব পেয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে সেই চাকরির আবেদনও করেছেন। বাংলাদেশে যে সাফল্য পেয়েছেন হিথ স্ট্রিক, সেটাকে পুঁজি করে ভারতে সহজেই চাকরি পেয়ে যাচ্ছেন তিনি।

হিথ স্ট্রিকের এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে জানায়নি। তবে সংবাদ মাধ্যমে এসব সংবাদ শুনে বিস্মিত ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। যদিও তিনি জানিয়েছেন, হিথ স্ট্রিক না থাকলেও তাদের সামনে বিকল্প পথ খোলা আছে।

সানবিডি/ঢাকা/আহো