আগৈলঝাড়ায় সংঘর্ষে মহিলাসহ আহত ১২

প্রকাশ: ২০১৬-০৫-২৭ ১৮:৪৬:২১


Agailjhara-Upazila-Map2-598x330-660x330বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ১২ জন। আহত ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই রাতেই ৬জনকে আটক করেছে পুলিশ।

আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামের মোকলেচ সরদারের সাথে বাড়ির জায়গা নিয়ে ইউসুফ সরদারের বিরোধ চলে আসছে। ওই বিরোধীয় জায়গা নিয়ে বৃহস্পতিবার রাতে এক সালিশ-মিমাংসা চলাকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে মোকলেস সরদার, মোশারফ, সিরিয়া বেগম, মোবারক, রহিমা বেগম, সাইফুল সরদার, মারুফ, ফারুক, রিপন সরদার,আ. রব ও ছালেহা বেগমসহ ১২জন আহত হয়েছে। আহত ৬জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মাইক্রোবাসসহ সাইফুল, নাজমুল, রিপন, রব, মারুফ ও ফারুককে আটক থানায় নিয়ে আসে। তবে আটকের ২০ঘন্টা পেরিয়ে গেলেও গতকাল শুক্রবার দুপুর ৪টা পর্যন্ত আটককৃতদের বরিশাল আদালতে প্রেরণ করেনি পুলিশ। আটককৃতদের ছাড়িয়ে নেবার জন্য একটি মহল তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো