‘বেওয়াচ’-এর পোস্টার থেকে প্রিয়ঙ্কা বাদ!
প্রকাশ: ২০১৬-০৫-২৭ ১৮:৫৫:০২
মার্কিন মিডিয়ায় প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে প্রচুর প্রচার চলছে। হলিউডেও এখন বেশ ব্যস্ত প্রিয়ঙ্কা। ‘কোয়ান্টিকো’র জন্য হলিউডে এমনিতেই যথেষ্ঠ জনপ্রিয় হয়েছেন তিনি। তার উপর হলিউড ফিল্ম ‘বেওয়াচ’-এ তাঁর উপস্থিতি হলিউড-বলিউড মিলিয়ে অসংখ্য দর্শকদের মধ্যে এই ফিল্ম নিয়ে কৌতুহল বহু গুণ বাড়িয়ে দিয়েছে।
তবে গোটা ব্যাপারটাতেই হঠাত্ করে যেন ছেদ পড়েছে সাম্প্রতিক একটি ঘটনায়। এত কিছুর পর ‘বেওয়াচ’-এর পোস্টার থেকেই কি না বাদ পড়লেন প্রিয়ঙ্কা! হলিউড মিডিয়ার এত চর্চা সত্ত্বেও প্রিয়ঙ্কা বাদ! কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না।
‘বেওয়াচ’-এর প্রোডাকশন টিমের অবশ্য দাবি, ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়ঙ্কা। তাই তাকে নিয়ে আলাদা করে বিশেষ পোস্টার বানাচ্ছে ‘বেওয়াচ’-এর প্রচার বিভাগ। এ ভাবেই প্রিয়ঙ্কাকে ফিল্মে প্রোমোট করা হবে বলে নাকি সিদ্ধান্ত হয়েছে। এমনটাই যেন হয়! না হলে বিশ্বজুড়ে প্রিয়ঙ্কার অসংখ্য ভক্তদের উত্সাহে ভাঁটা পড়বে যে!
সানবিডি/ঢাকা/আহো