অবশেষে বাবা হচ্ছেন রেলমন্ত্রী

প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১১:১৫:৫৭


mojibul_mairrageবাবা হতে চলেছেন রেলমন্ত্রী মজিবুল হক। চলতি সপ্তাহের যে কোনো দিন এ সুখবর পেতে পারেন রেলমন্ত্রী। জীবনের সিংহভাগ সময় একাকী কাটিয়ে দেয়া রেলমন্ত্রী মুজিবুল হক বিয়ে করেছেন প্রায় দেড় বছর আগে। এবার সুখবর আসছে তার বাবা হওয়ার।

এদিকে রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতোমধ্যে তিনি গর্ভধারণের নয়মাস পার করেছেন। চিকিৎসকরা চলতি মাসের শেষ সপ্তাহে সম্ভাব্য তারিখ দিয়ে রেখেছিলেন। আর তাই মা হওয়ার জন্য নির্ধারিত সময়েই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্ত্রীর পারিবারিক সূত্র হতে জানা যায়, রেলমন্ত্রীর সন্তান-সম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন। এ মাসের শেষের দিকে আপনারা একটা সুখবর পাবেন।’

আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবল হকের ৬৯ তম জন্মদিন। এই জন্মদিনটা তার জন্য হয়ে উঠতে পারে একেবারেই অন্যরকম। নবজাতক সন্তানকে কোলে নিয়ে হয়তো তিনি জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করবেন। সেই সঙ্গে দেশের মানুষকে আরেকবার আনন্দ-আলোচনায় মেতে ওঠার সুযোগ করে দেবেন রেলমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর ৬৭ বছর বয়সে বিয়ে করেন কুমিল্লার চৌদ্দগ্রামের জনপ্রিয় নেতা মুজিবুল হক। ৫ লাখ ১ টাকা দেনমোহরে একই জেলার চান্দিনার মেয়ে হনুফা আক্তার রিক্তার (৩২) সঙ্গে সেই বন্ধনে আবদ্ধ হন তিনি।

সানবিডি/ঢাকা/এসএস