জনপ্রিয়তার শীর্ষে হোয়াটসঅ্যাপ
প্রকাশ: ২০১৬-০৫-২৮ ১৩:৪১:০২
ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ভাইব, উইচ্যাট এবং টেলিগ্রামের মত জনপ্রিয় অ্যাপকে পেছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছে গেছে হোয়াটসঅ্যাপ। পৃথিবীর প্রায় ১০৯ টি দেশের ১০০ কোটি মানুষ দৈনিক এই মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের ভার্চুয়াল কথোপকথন সারেন৷ বিশ্বের প্রায় ৫৫.৬ শতাংশ মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷
ব্রাজিল, মেক্সিকো, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, রাশিয়া এবং এশিয়ার এক বিরাট অংশের মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ শুধুমাত্র ভারতেই হোয়াটসঅ্যাপ ইউজারের সংখ্যা সাত কোটি৷ বাংলাদেশের বাড়ছে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা।
হোয়াটসঅ্যাপের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফেসবুক মেসেঞ্জার৷ বিশ্বের ৪০ টি দেশে রমরমিয়ে ব্যবহার করা হয় এই মেসেজিং অ্যাপ৷
২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী ভাইবার মেসেজিং অ্যাপ বিশ্বের তৃতীয় মেসেজিং অ্যাপ৷
চীন, ইরাক এবং জাপানের মতো দেশগুলিতে যদিও লাইন, উইচ্যাট এবং টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয়৷
বিবিএম মেসেঞ্জারের ব্যবহার সবচেয়ে কম৷ সমীক্ষা বলছে কেবল একটিমাত্র দেশে বিবিএম মেসেঞ্জার অধিক ব্যবহৃত হয়৷