নৌকাডুবিতে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু

আপডেট: ২০১৬-০৫-২৯ ১২:২৯:১০


Boatজেলার মিঠামইনে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবে এ পর্যন্ত পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সাবিনা, বিউটি, হাসনা ও মোমেনা। তাদের বাড়ি নিকলী উপজেলার দামপাড়ায়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, নির্বাচনী দায়িত্ব পালন শেষে একটি ইঞ্জিনচালিত নৌকায় অনেক সাধারণ মানুষের সঙ্গে একদল আনসার সদস্য বাড়ি ফিরছিল। মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি ঘোড়াউত্রা নদীতে ডুবে যায়। ঘটনার পর পরই স্থানীয়রা অভিযান চালিয়ে প্রথমে চারজন ও পরে আরো এক আনসার সদস্যের লাশ উদ্ধার করে। তবে এখনও ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম মজুমদার ঘটনাস্থল থেকে জানান, উদ্ধার অভিযান চলছে।