পঞ্চগড়ে ফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১০:৪৪:৪১


UP.Electionপঞ্চগড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য প্রার্থী ও পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ আহত হয়েছেন আরও ২৬ জন।

শনিবার রাত সাড়ে ৯টা সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের জোতদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটনাটি ঘটে। নিহত মো. নাসির ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার ফাগু মোহাম্মদের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, গারিনাবাড়ি ইউনিয়নের নির্বাচনী ফলাফলে জোতদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোষিত ফলাফলে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তরিকুল ইসলাম টিউবওয়েল প্রতীকে জয়লাভ করেন। ফল ঘ্ষোণার পরেই ৯  ভোটে পরাজিত ইউপি সদস্য প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকরা লাঠি নিয়ে রাস্তায় অবস্থান নেয়।

এদিকে, ভোটের ফল নিয়ে স্থানীয় রাজমিস্ত্রী মো. নাসিরসহ বিজয়ী প্রার্থীর সমর্থকরা বাড়ি ফিরছিল। এ সময় প্রতিপক্ষ আনোয়ার হোসেনের কর্মী সমর্থকরা তাদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে পঞ্চগড় সদর থানার ওসি মমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই কাইয়ুম, আনসার সদস্য সিরাজুল ইসলাম ও আমিনুল ইসলামসহ স্থানীয় ভোটার মো. নাসির উদ্দিন, মোজাম্মেল হক, সাইদুল ইসলাম, নাসিরের স্ত্রী নুর জাহানসহ ২৬ জন আহত হন। আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে নাসির উদ্দিন মারা যান। এদের সকলের বাড়ি ওই ইউনিয়নের কোরিয়া পাড়ার গ্রামে।