সিম নিবন্ধনের সময় আর বাড়ছে না

প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১২:১৩:১৫


Tarana Halimডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, আগামী ৩১ মে এর পরে অনিবিন্ধিত সিম পুনঃনিবন্ধনের জন্য সময় আর বাড়ছে না। রোববার সকালে রাজধানীর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এখন পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম নিবদ্ধিত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ৩১ মে এর মধ্যে যারা সিম নিবন্ধন করতে পারবেন না। তাদের সিম ডিঅ্যাকটিভ হয়ে গেলেও সেই সিম নতুন করে কেনার জন্য দুই মাস সময় পাবেন।

তবে প্রবাসী বাংলাদেশির জন্য এ সময় হবে ১৮ মাস। তিনি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন। তবে মোবাইল কোম্পানিগুলো অনিবন্ধিত সিমগুলো বিক্রি করে দিতে পারবে।

সানবিডি/ঢাকা/এসএস