আজ ফাইনালে দেখা যাবে মুস্তাফিজকে
প্রকাশ: ২০১৬-০৫-২৯ ১৯:৩২:২০
ইনজুরির কারণে কোয়ালিফায়ার দ্বিতীয় রাউন্ডে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তার পরিবর্তে খেলা ট্রেন্ট বোল্ট দিয়েছিলেন ৪ ওভারে ৩৯ রান। বিশেষ করে ডেথ ওভারে এসে দিলেন ২৬ রান। তার এই খরুচে বোলিং দেখেই সবাই এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন ফাইনালে মুস্তাফিজের বিকল্প নেই।
তবে কোটি টাকার প্রশ্ন হলো, ফাইনালে মুস্তাফিজ খেলতে পারবেন তো! আশা-আশঙ্কার দোলাচলে দুলতে থাকা ভক্তদের কাছে একেক সময় একেক খবর এসে পৌঁছাচ্ছে। মাঝে একবার জানা গিয়েছিলো, ইনজুরির কারণে এখনও পুরোপুরি ফিট হতে পারেননি দ্য ফিজ।
তবে সন্ধ্যা সাতটা নাগাদ, মুস্তাফিজের অফিসিয়াল ভ্যারিফাইড ফেসবুক ফেজ তার পক্ষ থেকেই জানানো হয়েছে তিনি পুরোপুরি সুস্থ এবং ফাইনালে খেলার জন্যও প্রস্তুত।
মুস্তাফিজের ভ্যারিফায়েড পেজে লেখা হয়েছে, ‘Good News: Mustafizur Rahman is fit and he will play in today`s final! মুস্তাফিজুর ভক্তদের জন্য সুখবর, আজকের ফাইনাল ম্যাচে খেলবে মুস্তাফিজ।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
সানবিডি/ঢাকা/আহো