৫ মিনিটে দিল্লিকে ধ্বংসের হুমকি পাকিস্তানের
প্রকাশ: ২০১৬-০৫-২৯ ২১:২৬:০৬
পাঁচ মিনিটে পরমাণু হামলা চালাতে পারি দিল্লিতে। ভারতের রাজধানীকে ছাই করে দিতে পাকিস্তানের সময় লাগবে মাত্র পাঁচ মিনিট। এমনই হুঙ্কার শোনা গেল পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানের মুখে। নিজেদের প্রথম পরমাণু বিস্ফোরণের স্মৃতিতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়েই কাদির এ কথা বলেছেন।
আবদুল কাদির খানের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ বলছে, ভারতের পরমাণু সক্ষমতা কতটা, তা জেনে মন্তব্য করা উচিত কাদির খানের। তাঁর মন্তব্যকে ‘অনাবশ্যক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেও আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদদের একাংশ।
সানবিডি/ঢাকা/আহো