গোছল করে ফল খাওয়া নিষেধ কেন?
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১২:২৯:০২
এখনও বাড়িতে দাদা-দাদী, নানা-নানী কিংবা বাড়ির প্রবীনরা গোছলের পর ফল খেতে বারণ করেন৷ তাদের এমন নিষেধের কারণ কী নিছকই প্রচলিত প্রথা নাকি রয়েছে অন্য কোনও যুক্তি ৷ একটা কথা মাথায় রাখা উচিত প্রতিটি ফলেই থাকে বিভিন্ন ধরনের অ্যাসিড৷ সাধারণত কেউ যখন গোছল করে আসে তখন তার খিদে পায়৷
আর খিদে পাওয়ার সময় দেহের খালি অন্ত্রের বিভিন্ন কোষ থেকে নির্গত হয় নানা রকম রস এবং অ্যাসিড৷ তখন ফল খেলে তার অ্যাসিড এবং অন্ত্রের অ্যাসিড এবং বিভিন্ন পাচক রসের মধ্য বিক্রিয়ার ফলে অম্ল রোগ দেখা দিতে পারে৷ তাই দুপুরে খাওয়ার পর ভরা পেটেই ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল৷
সানবিডি/ঢাকা/এসএস