দাড়ি কাটলেই ৮০০০ টাকা জরিমানা!
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৩:৪১:১১
কখনো শিরশ্ছেদ, কখনো আবার গলা কেটে হত্যা। নিজেদের অবাধ্য হলে জ্যান্ত পুড়িয়েও হত্যা করা হয়। কখনো মাটিতে পুতে পাথ ছুঁড়ে হত্যা করা হয় নারী কিংবা তরুণীদের। আইএস জঙ্গিদের এমন নৃশংস দৃশ্যের হাজারো ছবি দেখেছে বিশ্ব।
এবার নতুন আইন চালু করেছে আইএস। দাড়ি কাটলেই পুরুষদের ১০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার) জরিমানা দিতে হবে। মুক্তি নেই নারীদেরও, টাইটফিট পোশাক পড়লে তাদের দিতে হবে ২৫ ডলার (টাকায় প্রায় ২ হাজার)। কারণ টাইটফিট পোশাক জাহান্নামের কারণ হতে পারে।
শুধু তাই নয়, মুখ ঢাকা না থাকলে নারীদের ১০ ডলার জরিমানা দিতে হবে। এমনকী মোজা না পড়লেও ৩০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে নারীদের।
জরিমানা রাখা হয়েছে ধূমপানেও। কারো কাছ থেকে সিগারেট পাওয়া গেলে পুরুষদের ৪৬ ডলার এবং নারীদের ২৩ ডলার জরিমানা দিতে হবে।
স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, গত ছয়মাস ধরে নতুন নতুন কর আরোপ করছে আইএস। অর্থনৈতিক সঙ্কট মেটাতেই এই নতুন নতুন ফতোয়া জারি করা হচ্ছে।
জঙ্গি বিশেষজ্ঞ মানবাধিকার কর্মীরা বলছেন, এখন পরিস্থিতি প্রতিকূল। যুদ্ধে রোজ পিছু হঠতে হচ্ছে আবু বকর আল-বাগদাদির বাহিনীকে। খাবারের জোগান কমেছে, ওষুধের অভাব চরমে। তেলের খনিগুলো একে একে হাতছাড়া। ফলে অর্থসঙ্কটও তীব্র।
সানবিডি/ঢাকা/এসএস