আম নিয়ে ধুন্ধুমার
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৩:৫৯:১৬
আম গাছ একটি, মালিক দুজন। গাছ থেকে ২৪টি আম পেড়েছিলেন এক অংশীদার। হিসাব অনুযায়ী দুজনের ১২টি করে পাওয়ার কথা। কিন্তু এক ভাগীদারকে ছয়টি আম দেওয়াতেই লেগে গেছে ধুন্ধুমার। খোদ ম্যাজিস্ট্রেটও এ সমস্যার সমাধান করতে পারেননি। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের বারানসির মংগাওয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, রামজি যাদব ও হাকিম যাদব যৌথভাবে একটি আম গাছের মালিক। শুক্রবার বিকেলে রামজি যাদব গাছ থেকে ২৪টি আম পাড়েন। ভাগাভাগির সময় হাকিমকে দেওয়া হয় ছয়টি আম। তবে হাকিম অর্ধেক অর্থাৎ ১২টি আম দাবি করেন। এ নিয়ে ঝগড়া বেধে গেলে হাকিম পুলিশকে খবর দেন। রাজাতালাব পুলিশ চৌকির উপপরিদর্শক দিনদয়াল পান্ডে দুজনের মধ্যে সমঝোতার চেষ্টা করেন এবং হাকিমকে গাছ থেকে ছয়টি আম পেড়ে আনার পরামর্শ দেন। তবে হাকিম এ অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং যাদবের আগে পাড়া আম থেকেই ছয়টি দাবি করেন।
পুলিশ দুজনের এই বিবাদ মেটাতে ব্যর্থ হলে তাদের মহকুমা ম্যাজিস্ট্রেট ত্রিভুবন রামের কাছে নিয়ে যাওয়া হয়। এখানেও দুজন তাদের দাবি থেকে সরে আসতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট পুলিশকে আমগুলো জব্দ এবং রামজি ও হাকিমকে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুজনের বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উপপরিদর্শক দিনদয়াল পান্ডে বলেন, ‘আমরা দুই প্রতিবেশীর মধ্যে মীমাংসার চেষ্টা করেছি। তবে দুজনের কেউই সমঝোতায় রাজি নয়। হাকিম আগে গাছ থেকে পাড়া ছয়টি আমই চাইছে। শান্তিভঙ্গের আশঙ্কায় তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সানবিডি/ঢাকা/এসএস