ভারতের সেনা অস্ত্রাগারে আগুন, নিহত ১৭

আপডেট: ২০১৬-০৫-৩১ ১৫:১২:১৩


নমুনা ছবি
নমুনা ছবি

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালগুয়ান অস্ত্রাগারে সোমবার গোলাবরুদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা এবং বাকিরা জওয়ান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ সেনা সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সোমবার স্থানীয় সময় রাত একটা থেকে দেড়টার দিকে ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ওই অস্ত্রাগারে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও উদ্ধার বাহিনী। নিরাপত্তার স্বার্থে গুদাম সংলগ্ন এলাকা থেকে এক হাজারের মত গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়।

প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গোলাবারুদের ডিপোর একটি ছাউনিতে আগুন লাগে। প্রধান আগুন নিভিয়ে ফেলা হলেও ছোট আগুন ও বিস্ফোরণ নেভাতে পারেননি তারা।

এই দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছে স্তানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

নাগপুর শহর থেকে ৮০ কিলোমিটার ও ওয়ার্দাহ থেকে ৪০ কিলোমিটার দূরে পুলগাওয়ের অবস্থান।

সানবিডি/ঢাকা/এসএস