রাবিতে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার উদ্বোধন
প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১৫:৩৫:২৭
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩০তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০১৬ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুদিনব্যাপী এই আসরে ৭টি হলের প্রায় ১০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজনীয়তা আছে। সেই লক্ষে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন খেলাধুলার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিংপুল, টেনিস ও বাস্কেটবল কোর্ট এবং সংশ্লিষ্ট অবকাঠামো ঘিরে ক্যাম্পাসে একটি ক্রীড়া অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেটিকে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত উন্নয়নে মাস্টার প্লানে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা আছে।
বিশ্ববিদ্যালয়ের এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাবকমিটির কমিটির সভাপতি অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. আলমগীর হোসেন সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করান গত বছরের সেরা সাঁতারু মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান, ছাত্র-উপদেষ্টা মো. মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান, হল প্রাধ্যক্ষ, এ্যাথলেটিকস্ ও এ্যাকুয়াটিকস্ সাবকমিটির কমিটির সদস্য, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/হৃদয়/এস্এস