প্রেমের জন্য তরুণীকে পুড়িয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০৫-৩১ ১৮:২৬:৩০


sara-and-ex-romeতাকে ছেড়ে অন্যের সঙ্গে প্রেম করায় রোম ইউনিভার্সির ইতালিয়ান এক ছাত্রীকে জীবন্ত পুড়িয়ে মেরেছে তার সাবেক বয়ফ্রেন্ড। খবর ডেইলি মেইলের। এই হত্যাণ্ডের তদন্তকারী পুলিশ কর্মকর্তা লুইগো সিলিপো বলেছেন, তার জীবনে তিনি কখনও এমন নৃশংস হত্যার ঘটনা দেখেননি। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী সারা দি পিটারানটিনোকে রোববার তার ২৭ বছর বয়সী সাবেক বয়ফ্রেন্ড ভিসেনজু পাওডারানো পুড়িয়ে হত্যা করেন।

ৱএরপর বর্তমান বয়ফ্রেন্ডের কার গাড়িতে আগুন ধরিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়। প্রসিকিউটর মারিয়া মনটেরিওন বলেছেন, ছেড়ে যাওয়া নিয়ে সারা ও ভিসেনজুর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সারাকে মারধর শুরু করে ভিসেনজু। এক পর্যায়ে সারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ভিসেনজুও তার পিছু নিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে ধরে ফেলে। এরপর সারার মুখে অ্যালকোহল ঢেলে নিজের সিগারেট লাইটার জ্বালিয়ে তার দিকে ছুড়ে মারেন।

এত তিনি জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এরপর সারার বয়ফ্রেন্ডের গাড়িটিও জ্বালিয়ে দেয়া হয়। তবে পুরো বিষয়টি ভিসেনজু অস্বীকার করেন। কিন্তু ওই রাস্তায় বসানো একটি গোপন ক্যামেরায় এই নৃশংস হত্যা রেকর্ড হলে ধরা পড়ে যান ভিসেনজু। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দেয়া হয়েছে বলেও জানান প্রসিকিউটর মারিয়া মনটেরিওন। অভিযুক্ত অবশ্য প্রথমে সারাকে হত্যার কথা অস্বীকার করেন।

কিন্তু দীর্ঘ ৮ ঘণ্টার জেরায় তিনি এই হত্যার কথা স্বীকার করেন। পুলিশ কর্মকর্তা সিলিপো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পেশায় নিরাপত্তারক্ষী ভিসেনজু তার চাকরি শেষে সারার বর্তমান বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেন। সারা তার বয়ফ্রেন্ডের কার গাড়িতে করে আসা-যাওয়া করতেন। ভিসেনজু সেটিকেই লক্ষ্য করেন। এক পর্যায়ে কার গাড়িটি মেরামত করে দেয়ার কথা বলে তিনি নেন এবং তাতে অ্যালকোহলের বোতল রাখেন। হত্যার পর সারার বর্তমান বয়ফ্রেন্ডকে ফাঁসিয়ে দিতে এসব গল্প ফাঁদেন ভিসেনজু।

সানবিডি/ঢাকা/এসএস