৮ মানি এক্সচেঞ্জ সিলগালা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০১ ১০:৫৯:২৬


রাজধানীর আটটি অবৈধ মানি এক্সচেঞ্জে যৌথভাবে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) মতিঝিল, আশকোনা, আসাদ গেইট ও নিউ এলিফ্যান্ট রোডে এ অভিযান চালানো হয়।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, গুরুতর অনিয়মের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আটটি মানি এক্সচেঞ্জের লাইসেন্স বাতিল করে। লাইসেন্স বাতিলের পরও তারা গোপনে ব্যবসা চালানোয় সিআইডি ও বাংলাদেশ ব্যাংক যৌথ অভিযান চালায়।

অভিযানে মতিঝিলের ইয়র্ক মানি এক্সচেঞ্জ, জামান মানি চেঞ্জিং হাউজ, স্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ লিমিটেড, সুগন্ধ মানি এক্সচেঞ্জ, আশকোনার জেনি মানি এক্সচেঞ্জ লিমিটেড, আসাদগেটে মার্সি মানি এক্সচেঞ্জ কো. লিমিটেড, জেবি মানি এক্সচেঞ্জ, নিউ এলিফ্যান্ট রোডের বেঙ্গল মানি এক্সচেঞ্জ সিলগালা করা হয়।

এ সময় ইয়র্ক মানি এক্সচেঞ্জের মামুনকে (৩৬) গ্রেপ্তার করে সিআইডি। তিনি হুন্ডি ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। তার কাছ থেকে প্রায় ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এএ