কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন নিজস্ব গতিতে চলবে: আইনমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০১ ১৯:১৮:৫১
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আদালতে যে বিচার হবে তা সকলকে মেনে নিতে হবে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
এ সময় আইনমন্ত্রী বলেন, শ্রমিকদের করা মামলায় ড. ইউনুস সুপ্রিমকোর্টে গিয়েছেন। একটি মামলায় ১২ কোটি টাকা জরিমানা দিয়েছেন, অন্য মামলাগুলো চলমান রয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এম জি