আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-০৩ ১৪:১৭:১৪


নাটোরের লালপুর উপজেলার কদম চিলান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনিকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ সেপ্টেম্বর) ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া চিলান এলাকার মৃত আখের আলী ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, রোববার সকালে ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ওসমান গনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত ওসমান গনি কদম চিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান অভিযুক্ত।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান চলছে।

এম জি