এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১৩ ঘণ্টায় আয় ১১ লাখ ৮ হাজার টাকা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৩ ২০:৪৩:৫৮


চালু হওয়ার প্রথম ১৩ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি চলেছে ১৩ হাজার ১৬৫টি, আর এ সময় আয় হয়েছে ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা।

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচ এমএস আকতার এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা আয় হয়েছে। আর এ সময় গাড়ি চলেছে ১৩ হাজার ১৬৫টি। এর মধ্যে এয়ারপোর্ট থেকে কামাল আতাতুর্ক, মহাখালী, ফার্মগেট পর্যন্ত চলেছে ৭৭৪৮টি, কুড়িল থেকে কামাল আতাতুর্ক, মহাখালী ও ফার্মগেট পর্যন্ত ১৬৩২৮টি, বনানী থেকে কুড়িল ১৪৩৮টি ও তেজগাঁও থেকে মহাখালী, কামাল আতাতুর্ক, কুড়িল, এয়ারপোর্ট পর্যন্ত চলেছে ২৩৪১টি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্মগেট প্রান্ত পর্যন্ত অংশের উভয় দিকে আজ সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

গতকাল শনিবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন।

এএ