বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখেতে চায় যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রসচিব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-০৫ ১৯:৫৮:৪৬
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিকের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু দেখতে চায়।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিরা রেজনিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রসচিব বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি। আর বাংলাদেশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে মানবাধিকার লঙ্ঘন রোধে সরকার সবসময় সচেষ্ট রয়েছে। ছোটখাটো যেসব ভুল ছিল তা শুধরে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নবম সংলাপে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, যুক্তরাষ্ট্র চায় রাজনৈতিক-অর্থনৈতিক সব ক্ষেত্রেই দুদেশের সম্পর্ক উন্নয়ন হোক।
আর সুষ্ঠু নির্বাচনের জন্য যেকোনো ধরনের কারিগরি সহায়তা প্রয়োজন হলে তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে বলেও সাক্ষাতে মিরা রেজনিক নিশ্চিত করেছেন বলে জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এএ