হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-০৬ ১০:৪৩:০৪
হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হারুন উর রশীদ বলেন, বুধবার (৬ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। যার কারণে বুধবার হিলি বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের কোনো বন্ধ নেই। অন্যান্য দিনের মতোই বুধবার এই পথ দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে।
এম জি