সূচকের মিশ্রাবস্থায় বাজার মূলধন বেড়েছে ৩৭২ কোটি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৯ ১১:৪৬:৪২


বিদায়ী সপ্তাহে সূচকের মিশ্রাবস্থায় টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। আর সপ্তাহটিতে বিনিয়োগকারীরা ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে৭ লাখ ৭৬ হাজার ৪৩০ কোটি ৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৩৭২ কোটি ৩৯ লাখ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৯৪ কোটি ৯ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৬৯ পয়েন্টে এবং ২ হাজার ১৩৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮২টির , কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৩ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৭০ লাখ টাকার। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল ৫৬ কোটি ৬২ লাখ টাকার। অর্থাৎ লেনদেন বেড়েছে ৮ লাখ টাকার।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫২ পয়েন্টে। সপ্তাহজুড়ে সিএসইতে ২৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৭ টির দর বেড়েছে, ৫২টির দর কমেছে এবং ১২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস