ব্যারেলে ৯০ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-০৯ ১৪:০৭:৫৯
জ্বালানি তেলের উত্তোলন কমানোর ঘোষণার প্রভাব বিশ্ববাজারে পড়তে শুরু করেছে। অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা থাকলেও চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম আরো বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারে উন্নীত হয়েছে। খবর রয়টার্স।
চলতি বছরের শেষ নাগাদ রিয়াদ ও মস্কো সম্মিলিতভাবে দৈনিক ১৩ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন কমানোর কথা জানিয়েছে। ফলে দুটি বেঞ্চমার্কই ১০ মাসের সর্বোচ্চে উঠে এসেছে। তবে চলতি সপ্তাহে চাহিদা কম থাকবে এমন গুঞ্জনের প্রেক্ষিতে দুটি বেঞ্চমার্ক কিছুটা নিম্নমুখী ছিল। এক নোটে কমার্স ব্যাংকের বিশ্লেষকরা জানান, দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না এনে বছর শেষে উত্তোলন কমানোর সিদ্ধান্ত কার্যকর করা সৌদি আরবের জন্য কঠিন হবে।
অন্যদিকে আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের মূল্য ৫৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৪৯ সেন্ট হয়েছে। এছাড়া মার্কিন বাজার
আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ ডলার ৩৪ সেন্টে পৌঁছেছে।
জ্বালানি তেল আমদানিতে চীন অন্যতম। কিন্তু কভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যর্থ দেশটি।
সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, আগস্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে জ্বালানি তেলের আমদানি ও রফতানি উল্লেখযোগ্য হারে কমেছে।
এনজে