মনোনয়ন বাণিজ্য শুরুর প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: কাদের
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১০ ১৪:১২:২৫
লন্ডনে বসে তারেক রহমান মনোনয়ন বাণিজ্য শুরু করার প্রস্তুতি নিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি নেতারা আমেরিকার দিকে তাকিয়ে ছিল। কিন্তু এক সেলফিতেই তাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। আওয়ামী লীগ ভিসানীতিতে ভয় পায় না। জনগণের শক্তি দিয়েই আগামী নির্বাচন হবে।
রোববার (১০ সেপ্টেস্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যিনি শহীদ মিনারে আসেন না, ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে নিন্দা করেন না, তাকে আপন ভাবার সুযোগ নেই।
প্রসঙ্গত, গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সেলফির প্রসঙ্গে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।
এম জি