পাবনা ৪ আসনে আওয়ামী লীগের ট্রাম্প কার্ড রেজাউল রহিম লাল
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৯-১০ ১৬:৫২:০২
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের নৌকার কান্ডারি হিসেবে মনোনয়ন পেতে চান জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। পাবনার আপামর জনসাধারণের প্রত্যাশা নৌকার প্রার্থী হবেন প্রবীণ এই রাজনীতিবিদ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রান্তিক জনসাধারণের কাছে এরই মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছেন রেজাউল রহিম লাল। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বদলে যাওয়া বাংলাদেশের সাফল্যের বার্তা পৌঁছে দিতে এবং তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে মোহাম্মদ রেজাউল রহিম লাল, তৃণমূলের নেতাকর্মীদের সাথে এবং সাধারণ জনগণের সাথে নিয়মিত মতবিনিময় সভা করছেন।
৬০ এর দশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন রেজাইল রহিম লাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকারের অন্যতম নেতা এম মনসুর আলীর সরাসরি নির্দেশনায় ভারতে বাংলাদেশি শরণার্থী শিবিরের অন্যতম সমন্বয়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের কর্মীদের নিশ্চিহ্ন করার অংশ হিসেবে পাশবিক শারীরিক নির্যাতনের মাধ্যমে গ্রেফতার হয়ে সাড়ে তিন বছর কারাগারে বন্দী থেকেছেন। শত বাধা বিপত্তি, জেল-জুলুম, হুলিয়া, সামরিক স্বৈরাচার, বিএনপি, জাতীয় পার্টি, রাজাকার, আল- বদর, জামাত শিবিরের পাশবিক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন নিজে এবং পারিবারিকভাবে।
পাবনার রাজপথে তৃণমূল কর্মীদেরকে বুকে ধারণ করে আছেন দীর্ঘকাল। ছাত্র জীবন থেকেই প্রত্যক্ষভাবে এ জেলায় আওয়ামী লীগকে সু-সংগঠিত করতে নিজেকে সব সময় ব্যস্ত রেখেছেন। পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে সর্বশেষ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় এই রাজনীতিবিদ।
পাবনা জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। অতীতের মতো নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান বাকী সময়।
রেজাউল রহিম লাল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তিতে শিক্তিশালী অবস্থানে ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে। আর তাই এ এলাকার তৃণমূলের কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আছে অনেক আগ থেকেই। এ আসনে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতেও প্রস্তুত দলের নেতাকর্মীরা।
এম জি