৪ উপসচিবের দপ্তর বদল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১০ ১৭:১২:৩৮
উপসচিব পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (১০ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির তথ্য দেয় মন্ত্রণালয়।
এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি ঢাকার উপপরিচালক (উপসচিব) আবু আসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে, কৃষি বিপণন অধিদপ্তর ঢাকার উপপরিচালক নিলুফার ইয়াসমিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক শাহীন হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল আলীম তালুকদারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব পদে বদলি করা হলো।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি