গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের পদ ছাড়লেন কিরণ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১০ ২০:২৯:৫৭


গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভারপ্রাপ্ত মেয়রের পদ ছাড়লেন আসাদুর রহমান কিরণ। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন তিনি। দুই মেয়াদে ৪ বছর ১৩ দিন দায়িত্ব পালন করেছেন কিরণ। বিদায়কালে তিনি ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব রেখে যান।

রোববার বিদায়ী অনুষ্ঠানে কিরণ জানান, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন আসাদুর রহমান কিরণ। পরবর্তীতে সেই সময়ের মেয়র অধ্যাপক মান্নান সাময়িক বরখাস্ত হলে প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পান তিনি। প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন জাহাঙ্গীর আলম। সেবারও টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন কিরণ। নির্বাচনের তিন বছর পর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ফের মেয়রের দায়িত্ব পান কিরণ।

গাজীপুর সিটি করপোরেশনের সভাকক্ষে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে আসাদুর রহমান কিরণ বলেন, প্রথম মেয়াদে ২৭ মাস ১৩ দিন ও দ্বিতীয় মেয়াদে ২১ মাস গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। আমাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমার দায়িত্ব পালন সময়ে গাজীপুর সিটি করপোরেশনের ব্যাপক উন্নয়ন করেছি।

তিনি আরও বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার পরেও ৮০ কোটি ৯৮ লাখ টাকা রাজস্ব জমা করেছি। গাজীপুর সিটি করপোরেশন এখন দেশের মধ্যে অন্যতম সচ্ছল সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম কিরণের মেয়রের পদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সোমবার শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এএ