হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১২ ১৭:৫৪:৫৪


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই, তবে এডিস মশা নিধনে স্থায়ী কার্যকর ব্যবস্থা না নিলে সংকট কাটবে না।

স্যালাইনের সংকট কাটাতে দ্রুতই দেশে ৭ লাখ ব্যাগ স্যালাইন আসবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে এক জাতীয় কনফারেন্সের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির ফলে অতি দারিদ্র্যের হার এখন ৫-৬ শতাংশ। দেশের ৬৩ জেলাতেই ডেঙ্গু রোগী পাওয়া গেছে জানিয়ে এডিস মশা নিধনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ আন্তর্জাতিক দাতা সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ চিকিৎসকগণ অংশ নেন। এ সময়, সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে দেশে বাল্যবিবাহ ও শিশুমৃত্যুর হার দুইই কমেছে বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এম জি