শ্যামনগরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-১২ ২০:১৬:৩৯


সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা (৪) ও জান্নাতুল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আনিকা ওই গ্রামে আলমগীর হোসেন এবং জান্নাতুল অহিদুল ইসলামের মেয়ে। তাদের বাড়ি একই গ্রামে। তারা পরস্পর প্রতিবেশী।

পরিবারের বরাত দিয়ে ডা. শাকির হোসেন জানান, দুপুরের দিকে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. মিলন হোসেন তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম জি