“ব্যাংকার পরিবারের সন্তানদের জন্যে” আবৃত্তি কর্মশালা

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৯-১৩ ১৯:৩৮:৫৭


ব্যাংকার পরিবারের সন্তানদের জন্যে ৩ মাস মেয়াদী আবৃত্তি বিষয়ক কর্মশালার আয়োজন করছে ব্যাংকারর্স ক্লাব লিমিটেড।

দুইটি বিভাগে/গ্রুপে কর্মশালা পরিচালনা করা হবে।

ক বিভাগঃ বয়স ৭ থেকে ১১ বছর (২য় থেকে ৬ষ্ঠ শ্রেণী)

খ বিভাগঃ বয়স ১২ থেকে ১৫ বছর (৭ম থেকে ১০ম শ্রেণী)

ক্লাসের সংখ্যাঃ ১২টি

সময়ঃ ২ ঘন্টা
প্রশিক্ষণের সময়ঃ প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১১ টা (ক বিভাগ) এবং সকাল ১১টা থেকে ১টা (খ বিভাগ)

সাক্ষাৎকার : ১৫ সেপ্টেম্বর ২০২৩ (শুক্রবার) সকাল ৯টা থেকে ১২ টা

প্রশিক্ষণের সম্ভাব্য সময়কালঃ ২২ সেপ্টেম্বর ২০২৩ থেকে ৩১শে জানুয়ারি ২০২৪ (বার্ষিক/ অর্ধ-বার্ষিক পরীক্ষার জন্যে ১ মাসের সম্ভাব্য বিরতিকাল সহ)

উদ্দেশ্যঃ ব্যাংকারর্স ক্লাব লিমিটেড এর সদস্যদের /ব্যাংকারদের সন্তানদের প্রমিত বাংলা চর্চায় উৎসাহিত করা, বাংলা ভাষা, কবিতা ও সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলা এবং সর্বোপরি ২০২৪ সালে ব্যাংকারর্স ক্লাব আয়োজিত ৩টি জাতীয় দিবসে যথাঃ (১) একুশে ফেব্রুয়ারী/ মাতৃভাষা দিবস, (২) স্বাধীনতা দিবস এবং (৩) পহেলা বৈশাখে কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের ছড়া, একক কবিতা আবৃত্তি এবং বৃন্দ আবৃত্তির আয়োজন করা।

এম জি