চলন্ত ট্রেন থেকে পড়ে ২ তরুণের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৪ ১১:৫৯:২৪
রাজধানীর খিলক্ষেত রেডিসন ব্লু হোটেলের পেছনে স্টাফ কোয়ার্টার রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, আমরা খবর পেয়ে সকালের দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আমরা স্থানীয়দের কাছে থেকে জানতে পেরেছি, কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে দুজনই পড়ে যান। দুজনই ঘটনাস্থলে মারা যান। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
তাদের পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি শার্ট। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি।
এনজে