আদিলুর-এলানের রায় ঘোষিত হবে আজ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৪ ১৪:১৬:১০


২০১৩ সালে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে একটু পর।

রায়কে কেন্দ্র করে আদালতে উপস্থিত হয়েছেন তারা

গত ৭ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। এদিন রায় প্রস্তুত না হওয়ায় আজ ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করেন আদালত। এটা তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা।

এর আগে গত ২৪ আগস্ট রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। এদিন জামিনে থাকা দুই আসামি আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে রায় ঘোষণার জন্য ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এনজে