দর পতনের শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-১৪ ১৫:৪০:৩৭
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ১৬৮ বারে ১৩ লাখ ৮৭ হাজার ৩২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৫৬৮ বারে ৪২ লাখ ৫৫ হাজার ৩১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৩১৭ বারে ৩১ লাখ ৫৪ হাজার ১৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং ফুডের ৪.৪৯ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.১৪ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৪.০৪ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.০১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৭৩ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৪ শতাংশ এবং এসকে ট্রিমসের শেয়ার দর ৩.২০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস