খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-১৪ ১৫:৫৯:১৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমাদের নেত্রীকে মেরে ফেলার পরিকল্পনা ছিলো বলেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক আছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মখা আলমগীর, মায়া চৌধুরী, হাজী সেলিম বাইরে।
তিনি আরও বলেন, নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দেবো। আমাদের মনে রাখতে হবে এটা শুধু খালেদা জিয়ার মুক্তি নয়, সারা দেশের মানুষের মুক্তি, সারা দেশে মানুষের সার্বভৌমত্বের মুক্তি, দেশের মানুষের ভোটাধিকারের মুক্তির (আন্দোলন)।
এম জি