কুমিল্লায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-১৮ ১৬:৫৭:৩৭
কুমিল্লার মেঘনায় আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে নিজাম সরকার নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহত নিজাম সরকার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবিরের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. কাইয়ূম গ্রুপের সাথে মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ন কবিরের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৮-১০ জন আহত হন। এ ঘটনায় গুরুতর আহত নিজাম সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এম জি