ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৯-২৪ ১২:২৬:৫৫


নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ময়মনসিংহ থেকে ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঝারিয়াগামী ঝারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালশুকা রেলক্রসিং এলাকায় আসতেই ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ঝারিয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

জিয়াউল হক আরও বলেন, ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এখনই তা বলা যাচ্ছে না।

এম জি