আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৫ ১৩:৫৬:৪২
খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশমুখ আমিনবাজারে সমাবেশ কর্মসূচি দিয়েছিল বিএনপি। সমাবেশের প্রস্তুতিও ছিল। কিন্তু রোববার গভীর রাতে হামলা চালিয়ে সমাবেশের মঞ্চ ভেঙে দেওয়া হয়। এমতাবস্থায় সমাবেশে স্থগিত করেছে বিএনপি।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিএনপি সূত্র এ তথ্য জানিয়েছে। সাভার থানার ওসি ফোর্স নিয়ে মঞ্চ ভাংচুর করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়।
তিনি গণমাধ্যমকে বলেন, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন, আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম- রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেওয়ার কথা বলছেন। ওসি বলেন আওয়ামী লীগ সমাবেশ করতে পারেনি, আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।
আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছেন নিপুণ রায়। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার একই স্থানে আমরা সমাবেশটি করবো।
এম জি