কারও রাজত্ব কায়েমের জন্য দেশ স্বাধীন হয়নি: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৬ ১৫:৩৫:৫২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, ভোট দেয়ার অধিকার এসবের জন্য। কিন্তু কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না। হীরক রাজার দেশে পরিণত করার জন্য না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার বাস টার্মিনাল প্রাঙ্গণে রোডমার্চ-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এসময় এভারকেয়ার হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার কথাও বলেন মির্জা আব্বাস।
দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেয়া হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একদিকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি ও অর্থ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার। অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি, আমরা যারা প্রতিবাদী আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, বাঘের মুখে দিয়ে দেয় আর বাঘ আমাদের খেয়ে ফেলে অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করে, কোর্টে পাঠায় আর কোর্ট আমাদেরকে জেল দিয়ে দেয়। একটা স্বাধীন দেশ, এই অবস্থা আর চলতে পারে না।
দেশের ঋণ খেলাপির চিত্র তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে ঋণ খেলাপি ছিল ২১ হাজার কোটি টাকা। আর আজকে ঋণ খেলাপি টাকার পরিমাণ ১০৯ হাজার কোটি টাকা। এই টাকা আপনার টাকা, আমার টাকা, আমাদের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। এই টাকা কোথায় গেল জনগণ জানতে চায়, এই টাকা গেল কোথায়, এই টাকা কে খাইল? আমরা দেখি পিকে হালদার ভারতে আছে, আট হাজার কোটি টাকা নিয়ে গেছে। আমরা জানি, আরও অনেকে আছে বলা যাবে না বিভিন্ন কারণে তবে যখন সময় আসবে সব নাম প্রকাশ হয়ে যাবে।
এম জি