আ.লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপকমিটির সভা বৃহস্পতিবার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১২:০৬:৪১


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির প্রথম সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক এবং নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এম জি