কর্মস্থলে যোগ না দিলে স্ট্যান্ড রিলিজ হবেন ইউএনও নেহের নিগার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১৫:৩৭:৪২
পরিবেশ অধিদপ্তর ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) নেহের নিগার তনুকে বদলি করে সিলেট বিভাগের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।
চলতি বছরের ১০ অক্টোবর তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ না দিলে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হবেন এই কর্মকর্তা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যস্তকৃত এই কর্মকর্তাকে পদায়নের পর তার নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত The Code of Criminal Procedure, 1898 এর section-144 এর ক্ষমতা অর্পণ করা হলো।
উল্লেখিত কর্মকর্তা চলতি বছরের ১০ অক্টোবর তারিখের মধ্যে কর্তমান কর্মস্থ্যল হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১০ অক্টোবর অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি