দলছুটদের দিয়ে বিএনপি ভাঙার চেষ্টা করছে সরকার: ফখরুল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৯-২৭ ১৬:০০:৫৪
সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির দলছুটদের নিয়ে দল ভাঙার চেষ্টা করে কোনো লাভ হবে না।
বুধবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মরহুম ব্রি.জে. (অব.) আ স ম হান্নান শাহ সপ্তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
এতে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, তারা এখন দল ভাঙার চেষ্টা করা হচ্ছে। দল কখন ভাঙতে যায়, অন্য প্রতিপক্ষ যখন নিজে দুর্বল হয়। সবল থাকলে তো এটা করা লাগে না। আজকে সেজন্য আমাদের দলছুট, বহিষ্কৃত লোকজনদেরকে নিয়ে আবার দল তৈরি করে দল ভাঙছে।
দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা খুব পরিস্কার করে বলি, এগুলো করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এর কোনো বিকল্প কিছু তারা চায় না। আর মেনেও নেবে না।
বিএনপি নেতাদের মামলার পাহাড়ের কথা উল্লেখ করে তিনি বলেন, এটা করার জন্য আইন মন্ত্রণালয়ে সেল তৈরি করা হয়েছে। যাতে দ্রুত সব নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে ট্রায়াল করে, সাজা দিয়ে নির্বাচনে অবৈধ ঘোষণা করা যায়।
এম জি