পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে: নিহত কমপক্ষে ৫২

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-২৯ ১৫:৪১:৫৩


পাকিস্তানে বেলুচিস্তানের মাস্তুং জেলায় একটি মসজিদের কাছে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ পুলিশ অফিসারসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ শুক্রবার শোভাযাত্রা চলাকালে অদূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কর্মকর্তারা মনে একে আত্মঘাতী বিস্ফোরণে বলে মনে করছেন। খবর ডনের।

জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আব্দুল রাজ্জাক শাহি ডনকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি স্টেশন হাউস অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লাহরি জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ অফিসার রয়েছেন।

মাস্তুং জেলা হাসপাতালের সিইও ডা. মিরওয়ানি জানান, এখন পর্যন্ত ২৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। কয়েক ডজন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ২০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য কোয়েটায় রেফার করা হয়েছে। মৃতদেহ ও আহতদের উদ্ধারকাজ এখনো চলছে।

এনজে