মুক্তিযুদ্ধের কথা বলে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আ.লীগ: মোসাদ্দেক বিল্লাহ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৯-২৯ ১৯:২৩:৪৪
আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের চাষাড়া শহীদ মিনারে দলটির জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বড় নেতা, ছোট থেকে শুরু করে সবাই আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে কিছুই নেই। দেশের মানুষ ভাত খেতে ভাত পায় না। চাল, ডাল, তেল, চিনি, ডিমসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে এগুলো সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে। যে সরকার মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে পারে না, তিনি কোন লজ্জায় ক্ষমতায় আছেন? আপনার লজ্জা লাগে না? আপনি দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছেন। আপনি জনগণের কথা ভাবেন না, আপনি ক্ষমতালোভী। আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে।
তিনি আরও বলেন, এই দেশটা আওয়ামী লীগকে বন্ধক দেয়া হয়নি। দেশ আপনাদের বাবার না। যদি আপনার বাবার দেশ ভাবেন তাহলে এটাও মনে রেখেন আমরা কিন্তু ভেসে আসি নাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সমাবেশে সভাপতিত্ব করেন।
এএ